যশোর-খুলনা-বেনাপোল মহাসড়ক নির্মাণ কাজের তথ্য চেয়েছে নাগরিক অধিকার আন্দোলন

0
726

বিশেষ প্রতিনিধি : যশোর-খুলনা ও বেনাপোল মহাসড়কের নির্মাণ কাজের অনুমোদিত দরপত্র, ডিজাইন ও স্পেসিফিকেশন পাবার জন্য যশোর নাগরিক অধিকার আন্দোলন তথ্য অধিকার আইনে আবেদন করেছে।
সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী বরাবরে প্রদানকৃত আবেদনে বলা হয়েছে, যশোরের অতি গুরুত্বপূর্ণ খুলনা ও বেনাপোল মহাসড়ক দিয়ে এ অঞ্চলের ৫ কোটি মানুষের চলাচল। এছাড়া, আন্তর্জাতিক বানিজ্যে এ মহাসড়কের গুরুত্ব অপরিসীম। দীর্ঘদিন প্রতিক্ষার পর এ সড়ক দুটির ৭৬ কিলোমিটার অংশের পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। এ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৬শ’ কোটি টাকা। বিপুল পরিমান টাকা ব্যয়ে এ সড়ক দুটির নির্মাণ কাজে কোন অনিয়ম যশোরের জনগন দেখতে চায় না। এ কারণে নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ কাজের গুনগত মান অক্ষুন্ন রাখার জন্য অনুমোদিত দরপত্র, ডিজাইন, ড্রয়িং, স্পেসিফিকেশন ও ব্যবহৃত মালামালের বিস্তারিত বিবরণের অনুমোদিত তথ্য পেতে চায়। এ জন্য তারা মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী বরাবরে আবেদন করেছেন। যাতে সঠিক তথ্যের মাধ্যমে সড়ক দুটির নির্মাণকাজ সঠিকভাবে জনগন তদারকি করতে পারেন বলে জানান নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক মাস্টার নূর জালাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here