যশোরে যৌতুক মামলায় দেড় বছর সশ্রম কারাদন্ড ও অনাদায়ে জরিমানা ধার্য্য

0
306

বিশেষ প্রতিনিধি : যৌতুক মামলায় যশোরের মিন্টু রহমান নামে এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে আদালতের বিজ্ঞ বিচারক। বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মঞ্জুরুল ইসলাম এক সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত মিন্টু সাতক্ষীরার সদরের কামরাবাইসা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ৫জুন অভিযুক্ত মিন্টু যশোরের শার্শার বসতপুর গ্রামের আব্দুল মাজেদ বিশ্বাসের মেয়ে সুরাইয়া খাতুনকে বিয়ে করে। কিছুদিন যেতে না যেতে মিন্টু রহমান স্ত্রী সুরাইয়া খাতুনের কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন করতে থাকে। বিষয়টি গৃহবধূর পরিবার মেয়ের সুখের কথা ভেবে মিন্টুর হাতে ৫০ হাজার টাকা তুলে দেয়। পুনরায় মিন্টু আরো ৫০ হাজার দাবি করে সুরাইয়াকে নির্যাতন করে । ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি মিন্টু তার স্ত্রীকে যৌতুকের ৫০ হাজার টাকা এনে দিতে বলে। সুরাইয়া যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করায় মারপিট করে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। ১ মার্চ বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে সুরাইয়া ৪ মার্চ আদালতে মামলা করেন। এ মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি মিন্টুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মিন্টু পলাতক রয়েছে।