শহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে ফেললেন রোহিত শর্মা

0
397

ক্রীড়া ডেস্ক : শচীন টেন্ডুলকারকে আগেই ছাপিয়ে গিয়েছিলেন৷ বৃহস্পতিবার ছুঁয়ে ফেলেন ২০০’র মাইলস্টোন৷ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০টি ছয় মেরে শহিদ আফ্রিদির রেকর্ড ভেঙে ফেললেন রোহিত শর্মা৷

ওয়ানডে ক্রিকেটে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ২০০’র মাইলস্টোন টপকাতে রোহিত নিয়েছেন ১৮৭টি ইনিংস৷ আর সাবেক পাক ব্যাটসম্যান আফ্রিদির লেগেছিল ১৯৫টি ইনিংস৷ তবে বলের সংখ্যার বিচারে এখনও সবার উপরে রয়েছেন বুম বুম আফ্রিদি৷ তিন নম্বরে রয়েছেন রোহিত৷

ওয়ানডে ফর্ম্যাটে ২০০ ছক্কার মাইলস্টোনে পৌঁছাতে আফ্রিদির লেগেছিল ৪,২০৩টি বল৷ কিন্ত রোহিতের লাগল ৮,৩৮৭টি বল৷ ২ নম্বরে রয়েছেন সাবেক কিউই ওপেনার ব্রেন্ডন ম্যাকালাম৷ তার লেগেছিল ৬,৩০৮টি বল৷ বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ান ডেতে ৬৩ রানে অপরাজিত থাকেন রোহিত৷ ৫৬ বলের ইনিংসে ৪টি ছয় এবং পাঁচটি বাউন্ডারি মেরেছেন হিটম্যান৷

ওয়ানডে ক্রিকেটে ২০০ ছক্কার মাইলস্টোন টপকালেও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত৷ তার আগে রয়েছেন কেবল মহেন্দ্র সিং ধোনি৷ ২১৮টি ছক্কার মালিক ধোনি৷ আর এদিন রোহিত পৌঁছালেন ২০২৷ কম ইনিংস খেলে রোহিত আফ্রিদিকে পিছনে ফেললেও সর্বাধিক ছয় মারার ক্ষেত্রে এখনও শীর্ষে আফ্রিদি৷ সাবেক পাক ব্যাটসম্যানের দখলে রয়েছে ৩৫১টি ছক্কা৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিসে গেইল (২৭৫) এবং তিন নম্বরে সানাত জয়সুরিয়া (২৭০)৷ সাত নম্বরে রয়েছেন রোহিত (২০২)৷

SHARE
Previous articleদস্যুমুক্ত সুন্দরবন !
Next article‘দেবী’র দাপট বাড়ছেই
সম্পাদক-বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রকাশক-ফয়সাল ফারুকী অমি, প্রধান সম্পাদক - জাহিদ হাসান টুকন, নির্বাহী সম্পাদক-সাকিরুল কবীর রিটন বার্তা সম্পাদক-ডি এইচ দিলসান। নিউজ রুম ই-মেইল-magpienews24@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here