শহীদ কাদরীর নির্বাচিত ৫ কবিতা

0
506

লেখার সংখ্যা সামান্য হলেও কবিতায় বাঙ্ময় জীবনদর্শন অসামান্য এবং সম্পূর্ণ, দৃষ্টিভঙ্গি স্পষ্ট ও নিঃসংশয়, পর্যবেক্ষণ তীক্ষ্ণ ও সূক্ষ্ণ, প্রকাশ অনবদ্য ও মেদহীন। তাঁর কবিতার অন্তর্গত যাবতীয় বোধ দেশকালের সীমানাকে ডিঙিয়ে আধুনিকতার নির্মাল্য হয়ে উঠেছে।

পঞ্চাশ-উত্তর বাংলাদেশের কবিতায় আধুনিক মননের ছাপ ও নাগরিক জীবনবোধের সংযোগ ঘটিয়ে কবিতার উৎকর্ষে অর্জিত শহীদ কাদরী (১৯৪২-২০১৬)। উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোন ক্রন্দন নেই (১৯৭৮) তিনটি কাব্যগ্রন্থে তিনি প্রকাশ করেছেন ষাট-উত্তর আত্মমুখি জীবনচেতনার গরল ও গ্লানি, যেখান থেকে মুক্তির অভিমুখে নির্ণয় করে সুন্দর-সুশ্রী নব-আধুনিক প্রতিজ্ঞা।

কবি শব্দে প্রতিজ্ঞাবদ্ধ, বুদ্ধি ও মস্তিষ্কই সে শব্দের নির্মাল্য, এলিয়টিয় ‘অবজেকটিভ কোরিলেটিভ’ প্রবণতায় যুক্ত হয় নির্বাচিত শব্দ-সারাৎসার, বিশশতকী ইমেজিস্ট ধারায় সেই শব্দে বিদ্রুপ-ব্যঙ্গ-পরিহাস বয়ে আনে নাগরিক সংকোচঘুণ-ম্লান মূল্যবোধ আর ‘মুমূর্ষু স্তনে’র অসুস্থ স্পন্দন। এসব শব্দপ্রতিমায় শহীদ কাদরীই বাংলাদেশের কবিতার প্রকৃত নাগরিক আইডল।

শহীদ কাদরীর নির্বাচিত পাঁচটি কবিতা পাঠকদের জন্য তুলে ধরা হলো:

সঙ্গতি
(অমিয় চক্রবর্তী, শ্রদ্ধাস্পদেষু)

বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা

মাছরাঙা পাবে অন্বেষণের মাছ,

কালো রাতগুলো বৃষ্টিতে হবে শাদা

ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই

কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না…

একাকী পথিক ফিরে যাবে তার ঘরে

শূন্য হাঁড়ির গহ্বরে অবিরত

শাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো,

পুরোনো গানের বিস্মৃত-কথা ফিরবে তোমার স্বরে

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই

কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না…

ব্যারাকে-ব্যারাকে থামবে কুচকাওয়াজ

ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীলগাই,

গ্রামান্তরের বাতাস আনবে স্বাদু আওয়াজ

মেয়েলি গানের- তোমরা দু’জন একঘরে পাবে ঠাঁই

প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই

কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না…

-(কাব্যগ্রন্থ : কোথাও কোনো ক্রন্দন নেই)

কোনো ক্রন্দন তৈরি হয় না
একটি মাছের অবসান ঘটে চিকন বটিতে,

রাত্রির উঠোনে তার আঁশ জ্যোৎস্নার মতো

হেলায়-ফেলায় পড়ে থাকে

কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না,

কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না;

কবরের রন্ধ্রে-রন্ধ্রে প্রবেশ করে প্রথম বসন্তের হাওয়া,

মৃতের চোখের কোটরের মধ্যে লাল ঠোঁট নিঃশব্দে ডুবিয়ে বসে আছে

একটা সবুজ টিয়ে,

ফুটপাতে শুয়ে থাকা ন্যাংটো ভিখিরির নাভিমূলে

হীরার কৌটোর মতো টলটল করছে শিশির

এবং পাখির প্রস্রাব;

সরল গ্রাম্যজন খরগোশ শিকার করে নিপুণ ফিরে আসে

পত্নীর ঘনিষ্ঠ সান্নিধ্যে, চুল্লির লাল তাপে

একটি নরম শিশু খরগোশের মাংস দেখে আহ্লাদে লাফায়

সব রাঙা ঘাস স্মৃতির বাইরে পড়ে থাকে

বৃষ্টি ফিরিয়ে আনে তার

প্রথম সহজ রঙ হেলায়-ফেলায়

কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না,

কোথাও কোনো ক্রন্দন তৈরি হয় না

-(কাব্যগ্রন্থ : কোথাও কোনো ক্রন্দন নেই)

স্মৃতি : কৈশোরিক
অদৃশ্য ফিতে থেকে ঝুলছে রঙিন বেলুন

রাত্রির নীলাভ আসঙ্গে আর স্বপ্নের ওপর

যেন তার নৌকা- দোলা; সোনার ঘণ্টার ধ্বনি

ছড়িয়ে পড়ছে সমস্ত শহরের! আমি ফিরলাম

ঝর্ণার মতো সেই গ্রীষ্ম দিনগুলোর ভেতর

যেখানে শীৎকার, মত্ততা আর বেলফুলে গাঁথা

জন্মরাত্রির উৎসবের আলো; দীর্ঘ দুপুর ভরে

অপেমান ঘোড়ার ভৌতিক পিঠের মতো রাস্তাগুলো,

গলা পিচে তরল বুদ্বুদে ছলছল নত্ররাজি,

তার ওপর কোমল পায়ের ছাপ, -চলে গেছি

শব্দহীন ঠাকুর মার ঝুলির ভেতর।

দেয়ালে ছায়ার নাচ

সোনালি মাছের। ফিরে দাঁড়ালাম সেই

গাঢ়, লাল মেঝেয়, ভয়-পাওয়া রাত্রিগুলোয়

যেখানে অসতর্ক স্পর্শে গড়িয়ে পড়লো কাঁচের

সচ্ছল আধার, আর সহোদরার কান্নাকে চিরে

শূন্যে, কয়েকটা বর্ণের ঝলক

নিঃশব্দে ফিকে হল; আমি ফিরে দাঁড়ালাম সেই

মুহূর্তটির ওপর, সেই ঠাণ্ডা করুণ মরা মেঝেয়

-(কাব্যগ্রন্থ : উত্তরাধিকার)

মাংস, মাংস, মাংস…
আমাকে রাঙাতে পারে তেমন গোলাপ

কখনও দেখি না। তবে কাকে, কখন, কোথায়

ধরা দেবো? একমাত্র গোধূলি বেলায়

সবকিছু বীরাঙ্গনার মতন রাঙা হয়ে যায়।

শৈশবও ছিলো না লাল। তবে জানি,

দেখেছিও, ছুরির উজ্জ্বলতা থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু লাল ফোঁটা

তবে হাত রাখবো ছুরির বাঁটে? সবুজ সতেজ-

রূপালি রেকাবে রাখা পানের নিপুণ কোনো খিলি নয়,

মাংস, মাংস, মাংস… মাংসের ভেতরে শুধু

দৃঢ়মুখ সার্জনের রূঢ়তম হাতের মতন

খুঁজে নিতে হবে সব জীবনের রাঙা দিনগুলি …

– (কাব্যগ্রন্থ: তোমাকে অভিবাদন প্রিয়তমা)

বাংলা কবিতার ধারা
কে যেন চিৎকার করছে প্রাণপণে `গোলাপ! গোলাপ!’

ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে তার সুমসৃণ লালা,

`প্রেম, প্রেম’ বলে এক চশমা-পরা চিকণ যুবক

সাইকেল-রিকশায় চেপে মাঝরাতে ফিরছে বাড়ীতে,

`নীলিমা, নিসর্গ, নারী’- সম্মিলিত মুখের ফেনায়

পরস্পর বদলে নিলো স্থানকাল, দিবস শর্বরী হলো

সফেদ পদ্মের মতো সূর্য উঠলো ফুটে গোধূরির রাঙা হ্রদে

এবং স্বপ্নের অভ্যন্তরে কবিদের নিঃসঙ্গ করুণ গণ্ডদেশে

মহিলার মতো ছদ্মবেশে জাঁদরেল নপুংসক এক

ছুড়ে মারলো সুতীক্ষ্ণ চুম্বন।

– (কাব্যগ্রন্থ: তোমাকে অভিবাদন প্রিয়তমা)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here