সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত

0
997

নিজস্ব প্রতিবেদক
পাবনায় আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলের লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সমাজ, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি ও আরজেএফ এর আয়োজনে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা শরীফ মুনীর হোসেন, বেলাল আহম্মেদ, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান, লক্ষ্মীাশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বিএম লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক সাথী তালুকদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, এসএটিভির আব্দুল ছাত্তার, যুগান্তর ও আনন্দ টিভির প্রতিনিধি শাহিদুল ইসলাম, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবির, শেখ শাহ আলম, ইমরান হাসান, বিএম কবির হোসেন, এস এম রাসেল মামুন, আশরাফুল আলম, কাজী আশরাফ, রাবেয়া জাহিদ, শহিদুল ইসলাম, মনিরুজ্জামান চঞ্চল, মোস্তফা, ছদরুল, আছমা আক্তার সাথী, ফাতেমা খানম, ইমান আলী, জনী চৌধুরী, মাহফুজুর রহমান, নাজমুল ইসলাম, ফরহাদ হোসেনু।
বক্তারা, সাংবাদিক সুবর্ণা নদীসহ বিগত সময়ে নিহত সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here