শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাইয়ের দুর্দান্ত জয়

0
351

ক্রীড়া ডেস্ক : আইপিএলের পয়েন্ট টেবিলের চারে জায়গা করার লড়াইয়ে টিকে আছে মুম্বাই। পাঞ্জাবের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৩ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে মুস্তাফিজ-রোহিতদের মুম্বাই ইন্ডিয়ান্স। এদিনের ম্যাচেও কাটার মাস্টারকে ছাড়াই মাঠে নেমেছিলো দলটি।

বুধবার মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে জেপি ডুমিনির জায়গায় ডাক পান কাইরন পোলার্ড। আর সুযোগটা দারুণভাবেই কাজে লাগান তিনি। দ্রুত ৪ উইকেট হারিয়ে মুম্বাই যখন ব্যাকফুটে তখন ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে রানের চাকা সচল রাখেন এই ক্যারিবীয়। ২৩ বলে ৩ ছক্কা আর ৫ বাউন্ডারিতে ঠিক ৫০ রানেই থামেন তিনি। মুম্বাইয়ের ইনিংস শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে।

১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ক্রিস গেইলের উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাঞ্জাব। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা কেএল রাহুল অ্যারন ফিঞ্চকে নিয়ে ম্যাচের চাকা সচল রাখেন। ফিঞ্চ ৩৫ বলে ৪৬ রান করে বিদায় নিলেও ব্যাট চালিয়ে যান রাহুল। ৩৬ বলে ফিফটি তুলে নেওয়া রাহুল ম্যাচের ১৬তম ওভারের শেষ দুই বলে টানা ছক্কা মেরে ম্যাচের পাল্লা পাঞ্জাবের দিকে হেলিয়ে দেন। অবশেষে সেঞ্চুরির সুবাস পেতে থাকা রাহুলকে ৬০ বলে ৯৪ রানে ১৯তম ওভারে বিদায় করে দেন বুমরাহ। ওভারের তৃতীয় বলে বুমরাহ’র বলে দারুণ এক ক্যাচ ধরেন বেন কাটিং।

শেষ বলে ৮ রান প্রয়োজন ছিল পাঞ্জাবের। কিন্তু মনিশ তিওয়ারি মাত্র চার তুলতে সক্ষম হন। মুম্বাই জিতে যায় ৩ রানে।

এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানে জায়গা করে নিলো। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে রইলো মুস্তাফিজদের। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে পাঞ্জাব (নেট রান রেটের ব্যবধানে)। অন্যদিকে কলকাতাও ১৪ পয়েন্ট নিয়ে এক পা দিয়ে রেখেছে প্লে অফে।

উল্লেখ্য, এরইমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে হায়দ্রাবাদ ও চেন্নাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here